1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন

দক্ষিণ চট্টগ্রামে ৬০ গ্রামে ঈদ উদযাপন, মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২০
  • ১০২৪ Time View
Tasib Internet and crest house

নিউজ ডেস্ক
সৌদি আরবের সাথে মিল রেখে দীর্ঘ আড়ইশ বছরের ধরে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলাসহ সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফ ও চন্দনাইশ জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের প্রায় ১০ হাজারের অধিক অনুসারী আজ রবিবার (২৪ মে) ঈদের নামাজ আদায় করার মাধ্যমে ঈদুল ফিতর উদযাপন করেছে। এছাড়া দক্ষিণ চট্টগ্রামে ৬০ টি গ্রামে ঈদ উদযাপন করা হচ্ছে।
ঈদের সবচেয়ে বড় জামাত সাতকানিয়ার মীর্জাখীল দরবার শরিফে দরবারের সাজ্জাদানশীন মাওলানা ড. মোহাম্মদ মকছুদুর রহমানের ইমামতিতে ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় অন্যদিকে সবচেয়ে বড় ঈদের জামায়ত চন্দনাইশের চন্দনাইশ জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের সকাল ৮টায় প্রথম দফা,২য় দফা সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন উক্ত দরবার শরীফের শাহাজাদা মাওলানা মোহাম্মদ আলী বলে জানিয়েছেন দরবার শরীফের অনুসারী মোঃ নজরুল ইসলাম। তিনি আরো বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে উক্ত দরবার শরীফসহ বিভিন্ন মসজিদে সরকারী নিদের্শনা মেনে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। এছাড়া উক্ত দরবার শরীফের অনুসারীরা আজ রবিবার চট্টগ্রামের বাহিরে ঈদ উদযাপন করছে। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর কাছে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করেন ধর্মপ্রাণ মুসলিমরা।
সাতকানিয়া দরবার শরীফের মুরিদান আকতার হোসেন বলেন, চার মাযহাবের সমন্বিত ‘আল ফিকাহ আলা মাযাহিবিল আরবায়া’ নামক গ্রন্থের ভাষ্যমতে পৃথিবীর যে কোনও প্রান্তে চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া গেলে সব স্থানেই উক্ত চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদ উদযাপিত হয়। এ চাঁদ নিকটবর্তী দেশে দেখা যাক বা দূরবর্তী দেশে দেখা যাক- এতে কোন পার্থক্য নেই। তবে চাঁদ দেখার সংবাদ নির্ভরযোগ্য পদ্ধতিতে অন্যদের কাছে পৌঁছাতে হবে।
চট্টগ্রামে যেসব গ্রামে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে সাতকানয়িার খুনিয়ারপাড়া, শ্রীমাই, রুপকানিয়া, জলদী, গুনাগরি, কালিপুর, গন্ডামারার মিরিঞ্জিরতলা, ছনুয়া, সাধনপুর, তৈলারদ্বীপ, বাথুয়া, বারখাইন, চরণদ্বীপ, খরণদ্বীপ, বড়হাতিয়া, চুনতি, পুটিবিলা, উত্তর সুখছড়ি, বাংলাবাজার, মইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাটিয়াডাঙ্গা, পুরানগড়, মনেয়াবাদ চন্দনাইশের বুলার তালুক, হরিনার পাড়া, ফকির পাড়া, সর্বল কাজী বাড়ি, চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, হারলা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়ীয়া নগর পাড়া, বরকল, জামিজুরি, পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞ্চননগর, জুনিঘোনা, আব্বাসপাড়া, মাঝের পাড়া, দিঘির পাড়া, কুন্দুপাড়া, কেশুয়া, মোহাম্মদপুর, উত্তর হাশিমপুর, ছৈয়দাবাদসহ চট্টগ্রামের বাহিরেও মির্জাখীল দরবার শরীফের মুরিদান রয়েছে সেখানেও ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
২০২০.০৫.২৪,১২:০৫ পিএম



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com