
রফিকুল আলম,ফটিকছড়ি :
ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়ন থেকে মিনু আক্তার (৩০) নামে তিন সন্তানের জননীর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ২৭ অক্টোবর উক্ত ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ সুন্দরপুর গ্রামের সৈয়দ আব্দুল মিয়াজির বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
নিহত মিনু আক্তার ওই বাড়ীর সিএনজি চালক সৈয়দ মো: ইমরানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়,গত কয়েক দিন যাবৎ স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। সোমবার সন্ধ্যার আগে পরিবারের সদস্যরা মিনু আক্তারকে বসতঘরের রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় দেখে। পরে ঝুলন্ত থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার এস আই মো: আব্দুর রাজ্জাক বলেন, স্বামী-স্ত্রীর ঝগড়ার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।