আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা :
আনোয়ারায় অনুমোদনহীনভাবে পরিচালিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পরই নড়েচড়ে বসেছে প্রশাসন।গতকাল আনোয়ারা বটতলী শাহ মোহছেন আউলিয়ার পশ্চিম পাশে ‘সাঙ্গু ট্রমা জেনারেল হাসপাতাল পিএলসি’ নামে ডা. মিজানুর রহমানের অবৈধ হাসপাতাল বাণিজ্য শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর আনোয়ারা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ দল ৭ই ডিসেম্বর (রবিবার) বিকেলে আকস্মিক অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী। অভিযানের লক্ষ্য ছিল অনুমোদনহীন সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতাল, যা দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই প্রচারণা ও উদ্বোধনের প্রস্তুতি চালাচ্ছিল। অভিযানকালে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে অবিলম্বে কার্যক্রম বন্ধ রাখার মৌখিক নির্দেশনা দেন এবং স্পষ্ট করে জানান যে, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না পাওয়া পর্যন্ত কোনো সেবা দেওয়া যাবে না। এছাড়া, অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে উপজেলার আরও দুটি প্রতিষ্ঠানে আর্থিক জরিমানা করা হয়। এর মধ্যে, জনসেবা ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের দায়ে ২০ হাজার টাকা, প্রিমিয়ার হাসপাতালকে ৩০ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন,আমরা নিয়মিত মনিটরিং চালিয়ে যাচ্ছি। অনুমোদনহীন ও অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। মানুষের জীবনের সঙ্গে কোনভাবে খেলা করতে দেওয়া হবে না। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা জানান, সাঙ্গু ট্রমা হাসপাতালকে অনুমোদন না পাওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দুটি প্রতিষ্ঠানের অনিয়ম পাওয়ায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রশাসনের এ দ্রুত পদক্ষেপে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি অনুমোদনহীন স্বাস্থ্যসেবা বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।