রফিকুল আলম, ফটিকছড়ি :
সত্যপন্থীদের উপর যুগে যুগে অবর্ণনীয় জুলুম নির্যাতন করেছে মুখোশধারী দুষ্কৃতিকারী চক্র। সমাজে কেউ যখন অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে তখনই এই সঙ্গবদ্ধ দুষ্কৃতিকারী চক্র হায়েনার মত হামলে পড়ে। উগ্রপন্থী দুষ্কৃতিকারী এসব অশুভ শক্তির সমাজে অবাধে বিচরণের ফলে দিন দিন অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে প্রতিবাদকারীরা চুপসে যেতে বাধ্য হচ্ছে। এমনই একটি কঠিন পরিস্থিতিতে জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে গর্জে উঠা এক টগবগে যুবকের নাম শরিফ ওসমান হাদি। তিনি দল ও মতের বাইরে গিয়ে চেয়ে ছিলেন দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত অন্যায় অবিচার মুক্ত একটি সমাজ এই প্রজন্মকে উপহার দিতে। কিন্তু শেষ পর্যন্ত জাতি দেখতে পেল ওসমান হাদীকে মুখোশধারী চিহ্নিত দুষ্কৃতিকারী চক্রের হাতে জীবন দিয়ে পৃথিবী ত্যাগ করতে হলো। এক সপ্তাহ পেরিয়ে গেলেও সরকার ওসমান হাদির হত্যাকারীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে। যার ফলশ্রুতিতে উগ্রবাদীরা তাদের কাঙ্ক্ষিত সুযোগ পেয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হামলা ভাঙচুর লুটপাট করে সারাদেশকে একটা নরক রাজ্য বানিয়ে ছেড়েছে। যে কোন মূল্যে এদেশের শান্তিপ্রিয় জনগণ এখনই যদি ঐক্যবদ্ধভাবে মব সন্ত্রাস,অন্যায়-অবিচার, জুলুম নির্যাতন কে রুখে দিতে না পারে তাহলে এই দেশের জনগণের ভবিষ্যৎ কি হতে পারে মহান স্রষ্টাই ভালো জানেন। আমরা অবিলম্বে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সুবিচার আশা করছি। এই হত্যাকাণ্ডের যথাযথ বিচার না হলে অদূর ভবিষ্যতে সমাজে মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাবেনা।
গত ১৯ ডিসেম্বর রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানার রামনগর বাজার প্রাঙ্গণে খলিফা আব্বাস আলী মাইজভাণ্ডারী (রহঃ)'র ৩৭তম বাৎসরিক ওরশ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন মাইজভাণ্ডার দরবার শরীফের পীর ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি'র চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী। এ সময় তিনি বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবেলায় সবাইকে কোরআন সুন্নাহর অনুশাসন মেনে তাসাউফ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করার আহ্বান জানান।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন,আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খলিফা আলহাজ্ব শাহ্ মোহাম্মদ আলমগীর খাঁন মাইজভাণ্ডারী। মাহফিলে কুরআন সুন্নাহর আলোকে ওয়াজ করেন,পীরজাদা মাওলানা শেখ সাদী আব্দুল্লাহ্ সাধকপুরী,মাওলানা আব্দুস সাত্তার,মাওলানা জামাল উদ্দীন সহ আরো অনেকেই।
এসময় বিশিষ্ট ওলামায়ে কেরাম,স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ,দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভান্ডারী।