আনোয়ারা প্রতিনিধি::
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জয়কালীহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি খাদ্য দোকানের মালিককে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরার নেতৃত্বে জয়কালীহাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি, মজুদ ও বিক্রি এবং ওজনের কম, মেয়াদোত্তীর্ণ ফুড প্রোডাক্টস সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ০৩টি মামলায় ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে আনোয়ারা থানার আইনশৃঙ্খলা বাহিনী ও স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। অভিযানের বিষয়ে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি, মজুদ ও বিক্রি এবং ওজনের কম দেওয়া মেয়াদোত্তীর্ণ ফুড প্রোডাক্টস সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ০৩টি মামলায় ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।