রফিকুল আলম,ফটিকছড়ি :
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী প্রদেশের মোছাফ্ফা এলাকায় ফটিকছড়ির মোহাম্মদ মুছা নামের এক প্রবাসীর মৃত্যু বরণ করেছে। গত শুক্রবার ২ জানুয়ারী রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সে ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের কমিটি বাজার নামক স্থানের
ফজল ডাক্তার বাড়ীর আবু তালেবের ছেলে।
জানা যায়, মুছা গত শুক্রবার ২ জানুয়ারী সন্ধ্যায় কাজ থেকে বাসায় এসে রাতে খাবার খাওয়া শেষে গতকাল শনিবার সকালে আবারো কাজে যাবার জন্য পাশে দুপুরের খাবার রেখেছিল। কিন্ত আর ঘুম ভাঙ্গল না। চলে গেল না ফেরার দেশে। দেখে যেতে পারেনি এক মাত্র কন্যা সন্তান সহ পরিবারের সদস্যদের। যাদের সুখের জন্য প্রবাসী হলো মুছা।সে সুখ বেশি দিন স্থায়ী হলো না।
এদিকে তার মৃত্যুর সংবাদ পেয়ে স্বজনদের আহাজারীতে একহৃদয় বিধারক দৃশ্যের অবতারনা হয়।