আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি দোহাজারী শাখার উদ্যোগে গরীব,অসহায়,দুস্থ পরিবার ও মাদ্রাসার এতিমখানার শিক্ষার্থীসহ সাড়ে ৩’শ লোকের মাঝে ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে ব্যাংক কার্যালয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি দোহাজারী শাখার এফএভিপি ও ম্যানেজার মোহাম্মদ ইসমাঈল হোসেন, ম্যানেজার অপারেশন মোঃ আবু তৈয়বসহ ব্যাংকের সকলকর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ সময় ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ ইসমাঈল হোসেন বলেন, শীতে কাঁপছে পুরো দেশ। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিবছর আর্ত মানবতার সেবায় এমন উদ্যোগ গ্রহণ করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে শীতার্তদের কম্বল বিতরণ করতে পেরে ভালো লাগছে। আর্থিক এবং সামাজিক উভয় কর্মকান্ডে সঙ্গে জড়িত থাকতে পেরে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি।