রফিকুল আলম,ফটিকছড়ি।
ইউকে'স্থ বখতিয়ার সোসাইটির উদ্যোগে মিলাদ,দোয়া মাহফিল ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান গতকাল পূর্ব লন্ডনের ফ্ল্যান্ডার্স কমিউনিটি সেন্টার ইস্টহামের একটি হলে অনুষ্ঠিত হয়।
বখতিয়ার সোসাইটি ইউকে’র চেয়ারম্যান মোহাম্মদ আসলামের সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা জাবের বিএসসি ও সেক্রেটারি আব্দুল আওয়ালের যৌথভাবে সঞ্চালনা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ হাসান গনী।
অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মোতালিফ।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে হামদ,নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ২৫ জন শিক্ষার্থী প্রতিযোগীয় অংশগ্রহণ করেন।
২য় পর্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান আলোচক ছিলেন মাওলানা মোস্তফিজ রহমানী। বিশেষ বক্তা ছিলেন,ব্রমলি বাই বো আইকওয়াহ মসজিদের ইমাম
মাওলানা আবু ওবাইদা জাকারিয়া।
মাহফিলে প্রধান আলোচক মাওলানা মোস্তফিজ রহমানী বলেন,“কুরআন পরিবারকে একটি ঈমানি প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে।পরিবারে পারস্পরিক সম্মান,ভালোবাসা এবং আল্লাহর প্রতি দায়বদ্ধতা অপরিহার্য। বিশেষ করে পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করা এবং বার্ধক্যে তাদের প্রতি দয়াশীল হওয়া ঈমানের গুরুত্বপূর্ণ অংশ।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বখতিয়ার সোসাইটি ইউকে-তে বসবাসরত সকল প্রয়াত মুরুব্বিদের আত্মার মাগফিরাত কামনায় ও বিশ্বমুসলিম উম্মাহর শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্টানে আলোচক ছিলেন,
চেয়ারম্যান মোহাম্মদ আসলাম,সিনিয়র উপদেষ্টা জাবের বিএসসি ও আব্দুল মোতালিফ,সিনিয়র ভাইস চেয়ারম্যান নাসির সুলতান,ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন করিম,সেক্রেটারি আব্দুল আওয়াল,মিডিয়া সম্পাদক আক্তার সায়েদ,কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী গাজী,সহকারী কোষাধ্যক্ষ নুরুল আমিন, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রধান উসমান শরীফ,ক্রীড়া সম্পাদক রমজান আলী,সাবেক চেয়ারম্যান নূরুন নবী আলী,কাইস বাদশা,ফরিদুল আলম,মোহাম্মদ সাবুর প্রমুখ।
এতে আরো অতিথি ছিলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন,শওকত মাহমুদ টিপু,মোঃ আলী রেজা,মোঃ মাসুদুর রহমান,মোহাম্মদ ইকরামুল হক,মোঃ মাহবুবুর রহমান,মোহাম্মদ সোলেমান, মোঃ সরোয়ার চৌধুরী স্বপন,রিয়াজ আহম্মেদ,আবু নাছের,আক্তারুল আলম,আনোয়ার খান।
পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নুসাইর,মাহিরা আসলাম নূর,আজমীরা আক্তার,আসাদ আলী,মিনহাজুল আমীন,আশপিয়া,সোহান আলীকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চট্টগ্রামের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা উৎসবে পিঠা পরিবেশনে অংশ নেওয়া মহিলাদের প্রতি ধন্যবাদ জানিয়ে শুরু হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। যা আগত সকল অতিথিদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায়।এসময় সোসাইটির ইউকে চেয়ারম্যান মোহাম্মদ আসলাম আগত সকল অতিথি ও সোসাইটি ইউকে’র নেতৃবৃন্দের ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের এ অনুষ্টান দোয়া,হামদ -নাত প্রতিযোগিতার মধ্যে চট্টগ্রামবাসীর মিলন ঘটেছে। প্রবাসে এ ধরনের আয়োজন সকল প্রবাসীর মিলন আগামীতে ও আপনাদের আন্তরীক সহযেগিতার মধ্য দিয়ে অব্যাহত থাকবে।