রফিকুল আলম,ফটিকছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়ির এক প্রবাসী নির্মাণ শ্রমিক কাজী সুজা উদ-দৌল্লা (৩৫) সালতানাত অব ওমানে নির্মানাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে।
সে উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের নয়াহাট এলাকার কাজী বাড়ির জনৈক আবদুল জব্বার সওদাগরের ছেলে।
জানা গেছে,সুজা দীর্ঘ এক যুগ ধরে মধ্যপ্রাচ্যের ওমানে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিল। গত বৃহস্পতিবার ২৩ অক্টোবর ওমানের স্থানীয় সময় বেলা ৩ টায় বহুতল ভবনে কাজ করার সময় অসাবধানতা বসত সে নিচে পড়ে যায়। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁরে মৃত ঘোষণা করে। হারুয়ালছড়ি ইউপি সদস্য মো.শাহ জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,নিহত সুজা দীর্ঘ দিন থেকে ওমানে প্রবাস জীবন যাপন করছেন। তাঁর মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে গেল।
এ দূর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজনদের মাঝে শোকের মাতম শুরু হয়। তাদের আহাজারিতে এলাকাজুড়ে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।