প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ৪:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ১:৩৪ অপরাহ্ণ
কক্সবাজারে বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা সম্পন্ন
বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার আলোচনা সভা, কমিটি গঠন ও ফরম নিবন্ধন কার্যক্রম ৩১ অক্টোবর শুক্রবার বিকেল ৫ টায় কক্সবাজার সদরস্হ একটি হলরুমে মোহাম্মদ লোকমান হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি গোলাম মইনুদ্দিন ময়ূর।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলার সভাপতি শামসুল হক মল্লিক চুন্নু, সাধারণ সম্পাদক মোঃ মামুন গাজী মেম্বার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোকসেদ রহিম মোল্লা, আফসার, রেজাউল, জসিমসহ আরো অনেকই।
সভা শেষে কক্সবাজার জেলার ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে সভাপতি হিসাবে মোঃ নোমান, সিনিয়র সহ-সভাপতি হিসাবে জয়নাল, ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ নির্বাচিত হন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এখানে রংমিস্ত্রিদের উদ্যোক্তা করণ রংমিস্ত্রি শ্রমিকদের নিরাপত্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত