প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৭, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ণ
কর্ণফুলীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, কর্ণফুলী:
কর্ণফুলী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্ধ। এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি।
সভায় মাদক নির্মূল, কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড প্রতিরোধ, উপজেলার শিক্ষার মান উন্নয়নসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় ইউএনও সজীব কান্তি রুদ্ধ বলেন, “মাদক ও কিশোর গ্যাং সমাজের জন্য মারাত্মক হুমকি। এ বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসন সবাইকে একসাথে কাজ করতে হবে।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত