1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন

কর্ণফুলীতে ইবতেদিয়া মাদ্রাসা শিক্ষক পেল লায়ন্স ক্লাব অব কসমোপলিটানের আর্থিক অনুদান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ২১৮ Time View
Tasib Internet and crest house


পটিয়া প্রতিনিধি:

কর্ণফুলী উপজেলায় লায়ন্স ক্লাব অব কসমোপলিটানের উদ্যোগে ইবতেদিয়া মাদ্রাসায় কর্মরত দুইশতাধিক শিক্ষকের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার খোয়াজনগরস্থ হল-২১ কনভেনশন হলে আয়ুব বিবি ট্রাস্টের সহযোগিতায় ইবতেদিয়া মাদ্রাসার শিক্ষকদের এ আর্থিক অনুদান বিতরণ করা হয়। আর্থিক অনুদানের পাশাপাশি অনুষ্ঠানে শিক্ষকদের মাঝে ফলজ বৃক্ষের চারাও বিতরণ করা হয়েছে।
লায়ন্স ক্লাব অব কসমোপলিটানের সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মো. হাকিম আলীর সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো. নোমান হোসেন। অনুষ্ঠানটি উদ্ভোধন করেন লায়ন্স জেলা ৩১৫- বি৪ এর ১ম ভাইস জেলা গভর্ণর লায়ন আল সাদাত দোভাষ, এম.জে.এফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন শেখ শামসুদ্দীন আহমদ সিদ্দীকী, পি.এম.জে.এফ, কর্ণফুলী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর কেবিনেট সেক্রেটারী লায়ন অশেষ কুমার উকিল এম.জে.এফ, রিজয়ন চেয়ারপার্সান লায়ন ইঞ্জি. মুজিবুর রহমান, রিজিয়ন চেয়ারপার্সন ও কসমোপলিটান লায়ন্স ক্লাবের অভিভাবক লায়ন আশীষ ভট্টাচার্য, এম.জে.এফ, জোন চেয়ারপার্সন লায়ন ইঞ্জি. চন্দন দাস, কসমোপলিটান লায়ন্স ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন শেখর দত্ত, আয়ুব বিবি ট্রাস্টের প্রধান নির্বাহী মাস্টার হাফেজ আহমদ, কসমোপলিটান লিও ক্লাবের চীফ কো-অর্ডিনেটর লিও ইঞ্জি. মোঃ নাঈম সারওয়ার জিতু, চরলক্ষ্য সিরাজুল মুনির গাউসিয়া মাদ্রাসার সম্মানিত সুপার জনাব সিরাজুল মোস্তাফা আল মুনিরী, কসমোপলিটান লিও ক্লাবের প্রাক্তন সভাপতি লিও রাহুল চৌধুরী, সভাপতি লিও সিফাতুল ইসলাম সামি, সচিব লিও অর্চি দাস, কোষাধক্ষ্য লিও শিহাব প্রমুখ। অনুষ্ঠানে কসমোপলিটান লায়ন্স ক্লাবের পক্ষ থেকে প্রায় ২০৬ জন মাদ্রাসা শিক্ষককে আর্থিক অনুদান প্রদান করা হয়।
বিতরণকালে লায়ন্স ক্লাব অব কসমোপলিটানের সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মো. হাকিম আলী বলেন, করোনাকালীন সময়ে সবশ্রেণী পেশার মানুষ সমস্যার মধ্যে দিন অতিবাহিত করছেন। এ সময়ে আমাদের সকলের উচিত সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com