1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন

কুচক্রী মহল সামপ্রদায়িকতার কার্ড খেলার পাঁয়তারা করছে —জামায়াত নেতা আনোয়ারুল আলম চৌধুরী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১১ Time View
Tasib Internet and crest house

আনোয়ারা সংবাদদাতা ::

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, গত ৫ আগষ্টের ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাৎ করতে একটি কুচক্রী মহল সামপ্রদায়িকতার কার্ড খেলার পাঁয়তারা করছে। তারা দেশের অভ্যন্তরে ও বিদেশে অবস্থান করে দেশের বিরুদ্ধে চক্রান্ত করেই যাচ্ছে। এত দিন নিজেরা অপকর্ম করে রাজনৈতিক দলের ওপর দায় চাপালেও এখন তা রাজনৈতিক দলের ওপর সীমাবদ্ধ নয়, দেশবাসীর ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে, যা দেশের স্বাধীনতা-সার্ব ভৌমত্বের জন্য হুমকি। তাদের দেশ বিরোধী চদ্ধান্তের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার (১৪ আগষ্ট) বিকেল ৫টায় উপজেলার ডায়মন্ড পার্ক কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আনোয়ারা উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে দেশের শান্তি-শৃংখলা বজায় রাখতে ছাত্রসমাজের ভূমিকায় ভূয়সী প্রশংসা করে জেলা সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক বলেন, “আমাদের সন্তানেরা দেশের জন্য যে ভূমিকা পালন করে যাচ্ছে, তা আগামীর বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির জন্য খুবই আশাব্যঞ্জক। সভাপতির বক্তব্য আনোয়ারা উপজেলা আমীর অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, রাষ্ট্রীয় সম্পদ, ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘরবাড়ি, সহায়-সম্পত্তি ইত্যাদির নিরাপত্তার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরসহ এদেশের গণতান্ত্রিক শাক্তিসমুহ যে দায়িত্বশীল ভূমিকা রাখছে, তা স্মরণীয় হয়ে থাকবে। একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্টায় জামায়াতের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এসময় জামায়াতের ইসলামীর সেক্রেটারী আবুল হাসান খোকার সঞ্চালনায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আব্দুল গণি, মাওলানা মুহাম্মদ মহি উদ্দিন, আশরাফ উদ্দিন চৌধুরী,  মোহাম্মদ নাসির উদ্দিন শাহ্, মাওলানা মাঈনুদ্দিন ও মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রমুখ।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com