1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন

কোতোয়ালী থানায় পৃথক অভিযানে ০৭ জন ছিনতাইকারী ও ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ২৩২ Time View
Tasib Internet and crest house

জনৈক মোঃ নুরুন্নবী (৪৮) হাজারীগলিস্থ শিব মন্দির ক্যাফে হাজারীতে চাকুরি করেন। তিনি ইং ০৯/১১/২০২০ তারিখ রাত্রিবেলা তাহার বাসা হইতে হাজারীগলিস্থ কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হইয়া টাইগারপাস আসার পর হাজারী গলি যাওয়ার উদ্দেশ্যে ইং ০৯/১১/২০২০ তারিখ রাত অনুমান ০৭.৩০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন টাইগারপাস মোড়স্থ পুলিশ বক্সের সামনে রাস্তার উপর সিটি সার্ভিস ৬নং রুটের বাসে উঠার প্রাক্কালে ১নং আসামী তাহার পরিহিত শার্টের বাম পকেটে থাকা ০১টি ডধষঃড়হ গগ ১৮ মডেলের মোবাইল সেট, যাহার ওগঊও-৩৫৭০৮৮০৯০০৮৬২৫১, মূল্য অনুমান ২,০০০/-টাকা ছিনাইয়া নিয়া দৌড় দেয়। জনৈক মোঃ নুরুন্নবী (৪৮) তাৎক্ষনিক ছিনতাইকারী ছিনতাইকারী বলিয়া ডাক চিৎকার দিলে

মোঃ সাইফুল (২৫), রনি (১৯), মোঃ শান্ত হোসেন (২২), মোঃ তানজিদ (১৭) গণ অতিদ্রুত দৌড় দিয়া সকলেই ঘটনাস্থল হইতে পালাইয়া যাওয়ারকালে তথায় ডিউটিরত এসআই/রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১, ২, ৩ ও ৪নং আসামীদেরকে ইং ০৯/১১/২০২০ তারিখ রাত অনুমান ০৭.৩৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন টাইগারপাস মোড়স্থ পুলিশ বক্সের সামনে হইতে আটক করে। আসামীদেরকে আটক করিয়া জনৈক মোঃ নুরুন্নবী (৪৮) এর নিকট হইতে ঘটনার বিস্তারিত শুনে এবং আসামীদেরকে ছিনতাই করার অপরাধে হেফাজতে নেয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তাহারা উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ সহ পরস্পর যোগসাজশে উপরোক্ত ঘটনা সংঘটনের কথা স্বীকার করে। ধৃত ১নং আসামীর হেফাজত হইতে জনৈক মোঃ নুরুন্নবী (৪৮) এর ছিনতাই হওয়া উপরে বর্ণিত মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করে।

ধৃত ১নং আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, ধৃত ২, ৩ ও ৪নং আসামীগণ সহ পরস্পর যোগসাজশে উপরোক্ত ছিনতাই কর্মকান্ড সংঘটন করিয়াছে। উক্ত ঘটনায় বাদী জনৈক মোঃ নুরুন্নবী (৪৮) বাদী হইয়া ০১-০৪নং আসামীগণের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে আসামীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ০১টি মামলা রুজু হয়। আসামীরা ছিনতাই দলের সক্রিয় সদস্য। তাহারা সাধারণ মানুষের গতিবিধি লক্ষ্য করিয়া হাতে থাকা মোবাইল ছিনাইয়া নেয়। ইহাছাড়া ইং ০৯/১১/২০২০ তারিখ সন্ধ্যাবেলা জনৈক মোঃ আজহারুল ইসলাম চৌধুরী (৫০) তাহার বন্ধু সহ মোটেল সৈকত হইতে বন্ধুর ব্যক্তিগত কার যোগে সামনের বাম পাশের সিটে বসিয়া আন্দরকিল্লা যাওয়ার পথে ইং ০৯/১১/২০২০ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৫৭ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন নিউমার্কেট মোড়স্থ গোলচত্বরের উত্তর পাশে রাস্তার উপর ট্রাফিক জ্যামে থাকাবস্থায় আসামী

মোঃ রবিউল প্রকাশ লাবু (১৯) জনৈক মোঃ আজহারুল ইসলাম চৌধুরী (৫০) এর বাম হাতে থাকা ০১টি ঝধসংঁহম ঘড়ঃব ৮ মডেলের মোবাইল সেট, যাহার ওগঊও-৩৫৫৭৩১০৯৪৮৬৫০৫৩, মূল্য অনুমান ২৮,০০০/-টাকা ছিনাইয়া নিয়া দৌড় দেয়। জনৈক মোঃ আজহারুল ইসলাম চৌধুরী (৫০) তাৎক্ষনিক গাড়ী হইতে নামিয়া ছিনতাইকারী ছিনতাইকারী বলিয়া ডাক চিৎকার দিলে ১। মোঃ রবিউল প্রকাশ লাবু (১৯), রবিউল ইসলাম রিয়াজ (১৯), মোঃ কাদের (২৪), অতিদ্রুত দৌড় দিয়া সকলেই ঘটনাস্থল হইতে পালাইয়া যাইতে থাকে।

জনৈক মোঃ আজহারুল ইসলাম চৌধুরী (৫০) ছিনতাইকারী ছিনতাইকারী বলিয়া ডাক চিৎকার দিয়া আসামীদের পিছনে দৌড়াইতে থাকে। জনৈক মোঃ আজহারুল ইসলাম চৌধুরী (৫০) এর শোর চিৎকার শুনিয়া এসআই/রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১, ২ ও ৩নং আসামীদেরকে ইং ০৯/১১/২০২০ তারিখ রাত অনুমান ০৭.০৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন ষ্টেশন রোডস্থ নিজাম হোটেলের সামনে হইতে আটক করে। আসামীদেরকে আটক করিয়া ঘটনার বিস্তারিত শুনিয়া তাহাদেরকে ছিনতাই করার অপরাধে হেফাজতে নেয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তাহারা নাম ঠিকানা প্রকাশ সহ পরস্পর যোগসাজশে উপরোক্ত ঘটনা সংঘটনের কথা স্বীকার করে। ধৃত ১নং আসামীর হেফাজত হইতে ছিনতাই করা উপরে বর্ণিত মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করে। ধৃত ১নং আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, ধৃত ২ ও ৩নং আসামীদ্বয় সহ পরস্পর যোগসাজশে উপরোক্ত ছিনতাই কর্মকান্ড সংঘটন করিয়াছে। উক্ত ঘটনায় বাদী জনৈক জনৈক মোঃ আজহারুল ইসলাম চৌধুরী (৫০) বাদী হইয়া ০১-০৩নং আসামীগণের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে আসামীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ০১টি মামলা রুজু হয়। আসামীরা ছিনতাই দলের সক্রিয় সদস্য। তাহারা সাধারণ মানুষের গতিবিধি লক্ষ্য করিয়া হাতে থাকা মোবাইল ছিনাইয়া নেয়।

উল্লেখ্য যে, ধৃত আসামী মোঃ সাইফুল এর বিরুদ্ধে ০১টি দ্রুত বিচার আইনে, ০১টি দঃ বিঃ আইনে ও ০১টি অস্ত্র আইনে মামলা রহিয়াছে। ধৃত আসামী মোঃ শান্ত হোসেন (২২) এর বিরুদ্ধে দঃ বিঃ আইনের ৩৭৯/৫১১ ধারায় ০১টি মামলা রহিয়াছে এবং ধৃত আসামী মোঃ রবিউল প্রকাশ লাবু (১৯) এর বিরুদ্ধে ০২টি দ্রুত বিচার আইনে, ০১টি দঃ বিঃ আইনের ৩৯৯/৪০২ ধারায় ও ০১টি অস্ত্র আইনে সর্বমোট ০৪টি মামলা রহিয়াছে।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com