রফিকুল আলম,ফটিকছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুক্রবার ২ জানুয়ারি দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নানুপুর বাজারের মির্জা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,মির্জা মার্কেটের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অধিকাংশ দোকান মার্কেটের ব্যবসায়ীদের মালামালের গুদাম হিসেবে ব্যবহৃত হতো। আগুনে মৃদুল ফার্মেসির ওষুধের গুদাম,মতি টি স্টোর, বসুন্ধরা,সোহেল ব্রাদার্স, জাহাঙ্গীর টেইলার্সের কারখানা, মফিজ সওদাগর ও নাজিম সওদাগরের গুদাম,সোলাইমানের দোকান,একটি মোবাইল সার্ভিসিং শপ,কাপড়ের দোকানের গুদামসহ মোট ১৮টি দোকান পুড়ে যায়।
ব্যবসায়ীরা জানান,আগুনে তাদের প্রায় এক কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। সে সাথে আগুনে মার্কেটের পাকা দেয়ালের পেলাস্তার খসে গিয়ে মার্কেটের ও ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন তারা।
গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের শান্তনা দেন। এসময় উপজেলা প্রশাসন থেকে সরকারী ভাবে আর্থিক সাহায্য করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তিনি আরো বলেন,আগুন নিয়ন্ত্রের সময় আমাদের টিম ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করেছে। আগুন লাগার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।’