চন্দনাইশ প্রতিনিধি
দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ, দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী জামিজুরীর কৃতিসন্তান মানবিক ও পরোপকারী গরীবের ডাক্তার, গুণিজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক হৃদরোগ বিশেষজ্ঞ, অধ্যাপক ডাঃ এস. এম. মোস্তফা কামাল (১৩ জুলাই) মঙ্গলবার পৌনে রাত ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৭০ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে-১মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। দুপুর ২টায় মরহুমের জানাজা গ্রামের বাড়ীর দোহাজারী জামিজুরী রজভীয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি আহমদ হোছাইন আল-কাদেরীর ইমামতিতে জানাজার নামায অনুষ্ঠিত হয়। উক্ত জানাজাসহ মরহুমের ৫টি জানাজা শেষে ১৪ জুলাই রাতে চট্টগ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ডা. সৈয়দ মোস্তফা কামাল চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভার জামিজুরী গ্রামের প্রয়াত স্কুল শিক্ষক আবু তাহেরের মেজ ছেলে। চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারের দোভাষ পরিবারের জামাতা ছিলেন তিনি।
অধ্যাপক ডাঃ এস. এম. মোস্তফা কামালের মৃত্যুতে শোক জানিয়েছেন, চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, মরহুম আবুল কাশেম লেদু ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম, দোহাজারী ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি এসএম রাশেদ, সাধারণ সম্পাদক কমরুদ্দীনসহ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত ও শোক সমপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, অধ্যাপক ডাঃ এস. এম. মোস্তফা কামালের গত জুনের শেষ দিকে করোনায় আক্রান্ত হন গত ২৭ জুন রাতে অসুস্থ হলে জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় ঢাকায়। মৃত্যুর আগ পর্যন্ত ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ পর্যন্ত মঙ্গলবার (১২ জুলাই) শেষ নিঃশ্বাসটি ত্যাগ করে না ফেরার দেশে চলে যান।