1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসে পাচার হচ্ছে মাদক: অধরা মাদকের মূলহোতা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৭ Time View
Tasib Internet and crest house

প্রদীপ শীল, রাউজানঃ
চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে পন্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসে করে পাচার হচ্ছে মাদক। প্রতিনিয়ত সড়কে চলাচলকারী গাড়ী করে পাহাড়ী চোলাই মদ, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা পাচার হচ্ছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছেন। এই সব নেশা জাতীয় ব্যবসায়ীদের রয়েছে একটি সিন্ডিকেটে। এই সেন্ডিকেটের সদস্যরা বিভিন্ন সময় মাদক সহ পুলিশের হাতে আটক হলেও অধরা থেকে যায় মূলহোতারা। গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার চট্ট মেট্রো ট- ১১-৫৬৫৬ নম্বরের একটি ট্রাক চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি অভিমুখে যাওয়ার পথে রাউজান পৌরসভার ৩ নং ওয়ার্ডের গহিরা শান্তির দ্বীপ এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ আটক করে। এ সময় পুলিশ একটি ট্রাক থেকে বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করে। আটক করা হয় জড়িত তিন মাদক পাচারকারীকে। কিন্তু অধরা থেকে যায় আটক মাদক পাচারকারী দলের মূলহোতা রাঙ্গামাটির শফি। আটক তিন যুবক সাংবাদিকদের জানিয়েছিল উদ্ধার হওয়া ট্রাক ও ২শত ২০ বোতল ফেন্সিডিল, ৩ কেজি ৬শত গ্রাম গাঁজার মালিক রাঙ্গামাটির শীর্ষ মাদক কারবারী শফির। সেই নিজের মালিকানাধীন ট্রাকে করে নিয়মিত ফেন্সিডিল ও গাঁজা চট্টগ্রাম শহর থেকে বিভিন্ন স্থানে পাচার করে থাকে। তবে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুণ দাবি করেছেন শফির মালিকানাধীন ট্রাকে মাদক আসলেও সেই নিজেই পুলিশকে খবর দিয়ে মাদক আটক করিয়েছেন। রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকরা জানিয়েছেন শফি একজন রাঙ্গামাটির শীর্ষ মাদক ব্যবসায়ী। তার নিজের মালিকানাধীন ট্রাকে করে রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম শহরের অভিমূখি পাহাড়ী সোলাই বাংলা মদ পাচার করে থাকে। চট্টগ্রাম শহর থেকে ফেরার পথে ট্্রাকটি ফেন্সিডিল ও গাঁজা নিয়ে আসে। একটি সূত্র নিশ্চিত করেছে শফির ট্রাকটি বাংলা মদ নিয়ে নগরীর অক্সিজেন, কাপ্তাই রাস্তার মাথা ও হাটহাজারীর চৌধুরী হাট এলাকায় সাপ্তাহে তিনদিন মদ নিয়ে যায়। এই তিনদিন শহর থেকে আসার সময় নগরীর ষোলশহর ও ভাটিয়ারীর থেকে ফেন্সিডিল ও গাঁজা নিয়ে একদিন রাঙ্গুনিয়া উপজেলার রাণিরহাট, দ্বিতীয় দিন রাউজান ও তৃতীয়দিন রাঙ্গামাটি শহরে পাচার করে। এছাড়া যাত্রীবাহী পাহাড়ীকা গাড়ী করে মাদক পাচার হয় বলে জানা গেছে। রাউজান ট্রাক মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানীর কাছে জানতে চাইলে তিনি জানান, পুলিশের হাতে আটক ট্রাকটি রাউজান ট্রাক মালিক সমিতির আওতাভুক্ত নয়। তিনি জানান, রাউজানের ট্রাক ও চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির অন্তরভূক্ত কোন যাত্রী বাহী বাস মাদক পরিবহনের সাথে জড়িত নেই ।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com