চন্দনাইশ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ মহসিন জিল্লুর করিমের পক্ষে ২৪ ডিসেম্বর (বুধবার) চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চন্দনাইশ উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক সালাউদ্দিন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য মোক্তার আহমদ, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আমিনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোরদুল আলম চৌধুরী, দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ওবায়দুর রহমান বাহাদুর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এডভোকেট অঞ্জন প্রসাদ, উপজেলা বিএনপির নেতা আব্দুল কাদের সিকদার, কবির আহমদ, বৈলতলী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কাশেম চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।