প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ১২:৩৪ অপরাহ্ণ
চন্দনাইশের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ও আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৪ আসনের সম্ভাব্য পদপ্রার্থী এডভোকেট নাজিমুদ্দিন চৌধুরী।
৩০ সেপ্টেম্বর রাত ৯ টায় দোহাজারী পৌরসভা হাজারী পূজা মণ্ডপ পরিদর্শনে এসে এক মতবিনিময় সভা এডভোকেট তুষার সিংহ হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মাবুদ মাহাবু,সাবেক সিনিয়র সহ-সভাপতি এস এম জসীম উদ্দীন মিন্টু, হাজারী পরিবারের পীযূষ কান্তি সিংহ হাজারী, বিএনপি নেতা লোকমান,এইচ এম সেলিম, রুবেল দিদার,আব্দুল শুক্কুর, ফারুক, ইমরানসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত