নিজস্ব প্রতিবেদক:
চন্দনাইশের সাতবাড়ীয়ায় বাদশা'র পাড়া হযরত আবু বক্কর ছিদ্দিক রা.স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ইবতেদায়ী ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর, সোমবার আরবি প্রভাষক মৌলানা হারুনুর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিম এলাহাবাদ মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক আল্লামা নুরুল ইসলাম নক্স'বন্দী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আবদুল মোনাফ,মোহাম্মদ মুছা,মোহাম্মদ কাশেম,ফখরুল ইসলাম প্রমুখ।
আরবি শিক্ষক মাওলানা এমরানুল হকের সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ ইউছুফ, রাশেদা বেগম, মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা ওবায়েদ উল্লাহ, বিজ্ঞান শিক্ষক মোঃ সাইফুদ্দিন,ইংরেজি শিক্ষক তৌহিদুল ইসলাম,গণিত শিক্ষক জাহেদুল ইসলাম।
অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে।অনুষ্ঠানে প্রধান অতিথি আল্লামা নুরুল ইসলাম নক্সবন্দী ইসলামি শিক্ষার গুরুত্ব তুলে ধরে কোমলপ্রাণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। অতিথিগণের বক্তব্য ও ইসলামি বয়ান শেষে বিদায়ী শিক্ষার্থীদের কল্যাণ কামনায় দোয়া - মুনাজাত পরিচালনা করেন আল্লামা নুরুল ইসলাম নক্সবন্দী। তিনি মাদ্রাসার খেদমতে যুক্ত সকল শুভাকাঙ্ক্ষী দ্বীনি ভাইদের জন্য এবং প্রতিষ্ঠাতা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সকল ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষভাবে দোয়া করেন। তিনি মাদ্রাসার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। বিদায়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।