1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন

চন্দনাইশের হাশিমপুর এলাকায় পানীয় জলের জন্য নতুন বসানো নলকূপে গ্যাস উদগীরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩১৯ Time View
Tasib Internet and crest house

২৭ মে, ২০২১
নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলাধীন হাশিমপুর ইউনিয়ন পরিষদের ০৪ নং ওয়ার্ড এলাকার পাল পাড়ায় প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
মধ্যম হাশিমপুর পাল পাড়ার স্থানীয় বাসিন্দা অমল পালের বাড়িতে পানীয় জলের জন্য সম্প্রতি নতুন একটি নলকূপ বসানো হয়। নলকূপটি বসানোর পর সর্বপ্রথম বিগত ২২ দিন আগে নলকূপের হাতল চাপ দিলে গ্যাস উদগীরণ হতে দেখা যায়। হাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী এ বিষয়ে তার ফেইসবুক আইডিতে একটি স্টাটাস দেন এবং এর পরপর এটি শেয়ার হতে থাকে আর খবরটি দ্রুত ছড়িয়ে পরে। এ বিষয়টি প্রথমে বাড়ির মালিক অমল পাল গুরুত্বের সাথে নেননি। অমল পাল গুরুত্ব না দিলেও তবে পরবর্তীতে অমল স্থানীয় ইউপি সদস্য শামশু মেম্বারকে এ বিষয়টি জানান। মেম্বার মারফত জানার পর হাশিমপুর ইউপি চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী সেখানে যান এবং সরেজমিনে গ্যাস উৎপত্তির বিষয়টি তদন্ত করেন এবং চেয়ারম্যান নিজেই হাতল চেপে গ্যাস উদগীরণ হতে দেখেন। চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি দলও এ বিষয়ে সরেজমিনে তদন্ত করেন। গ্যাস উদগীরণ বিষয়ে ইতিমধ্যে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার জনাব সাদিয়া ইসলাম কে অবহিত করা হয়েছে বলে চেয়ারম্যান সূত্রে জানা গেছে। আশা করা যায় বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসবে এবং প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্য মজুদ পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com