এম. শাহজাহান।
চন্দনাইশ উপজেলার মৌলভীবাজারস্থ ঐতিহ্যবাহী শিশুশিক্ষা প্রতিষ্ঠান আল-হাসনাইন শিশু একাডেমির উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২২নভেম্বর, শনিবার বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শেষ হওয়া অনুষ্ঠান বিদ্যালয়টির কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ।
আল্-হাসনাইন শিশু একাডেমী কর্তৃক আয়োজিত ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৫ পরিচালক আলহাজ্ব দিদারুল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব সাইদ ইবনে খায়ের, প্রধান আলোচক ছিলেন স্থানীয় বরকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদ সদস্য মাওলানা ফেরদৌসুল আলম খান আল- কাদেরী, অনুষ্ঠানটি উদ্ভোদন করেন প্রধান শিক্ষক মোহাম্মদ জাগির হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সম্মানিত পরিচালকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী এবং বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ে ২০২৪ শিক্ষা বর্ষের বার্ষিক চুড়ান্ত পরীক্ষার ফলাফলে প্রতিটি শ্রেণির ১ম,২য়,৩য় স্থান অর্জন করা শিক্ষার্থীদের এবং বিদ্যালয়ের সুনাম উজ্জ্বল করা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকেও পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য যে, চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্যভুক্ত এই বিদ্যালয়টি গ্রামীণ জনপদে যুগোপযোগী শিক্ষা প্রদানের মাধ্যমে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে।