চন্দনাইশ প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কেশুয়া গ্রামে কেজি মাধ্যমের শিশুশিক্ষা প্রতিষ্ঠান কেশুয়া মডেল শিশু নিকেতনে নবাগত কোমলপ্রাণ শিশু শিক্ষার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১০ জানুয়ারী স্কুল মিলনায়তনে জোয়ারা ইসলামীয়া ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.আর.এম আজগর আলী'র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (চকিএ) সভাপতি মোহাম্মদ শাহজাহান, বিশেষ অতিথি ছিলেন সিটি পাইলট স্কুল,চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ শামসুদ্দীন হেলাল, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল,ব্যাংকার মাসুদুল আলম, স্কুল পরিচালক খালেদা বেগম সেলী, ইফতেখার আলম সজীব।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক পর্যায়ের শিক্ষার গুণগত মান ধরে রাখার ক্ষেত্রে কেজি মাধ্যমের প্রতিষ্ঠান গুলোর গুরুত্ব তুলে ধরে বলেন, সরকার নির্ধারিত কারিকুলামের পাশাপাশি আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষা দান করে কেজি স্কুল গুলো শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য সদা সচেষ্ট থাকে। শিক্ষা আতংক নয়, শিক্ষা আনন্দের, শিক্ষা সুযোগ নয়, শিক্ষা সবার অধিকার এই নীতি ধারণ করে অভিভাবকদের নিজ নিজ শিশুদের পরম মমতায় গড়ে তোলার জন্য আহবান জানান প্রধান অতিথি মোহাম্মদ শাহজাহান । প্রধান অতিথি আরও বলেন, প্রকৃতপক্ষে মায়েরাই সবচেয়ে বড় শিক্ষক। কারণ চরিত্রবান মেধাবী শিশু তৈরির জন্য মায়েদের ভূমিকা অপরিহার্য। তিনি আরও বলেন,ভবিষ্যতের যোগ্য নাগরিক তৈরির জন্য মানসম্মত কেজি মাধ্যমের প্রতিষ্ঠান গুলোতে শিশুদের ভর্তি করিয়ে শিক্ষাজীবনের শুরুটা মজবুত করে দেয়া সংশ্লিষ্ট সকলের একান্ত কর্তব্য।
অনুষ্ঠানের শুরুতে ভর্তিকৃত নবাগত শিশু শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর সম্মিলিতভাবে জাতীয় সংগীত, ইসলামি সংগীত, স্বাগত বক্তব্য, বিশেষ অতিথিবৃন্দ ও সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনূষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সানজিদা সেলিম, রেশমি আকতার, রিমি আকতার,সুমাইয়া আকতার,তানভীর আহমেদ তোহা, ও মোঃ আলা-উদ্দিন প্রমুখ।