1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন

চন্দনাইশে নতুন করে ২০জনসহ করোনায় আক্রান্তের সংখ্যা ১০৬জন চন্দনাইশবাসীকে দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন পোষ্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৮৫৫ Time View
Tasib Internet and crest house


এসএম রাশেদ
চন্দনাইশে ইতিমধ্যে প্রতিদিন করো না কারো শরীরে সনাক্র হচ্ছে করোনা। যা এ পর্যন্ত চন্দনাইশে ১০৬জন করোনা রোগী সনাক্ত হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয়ের এক রির্পোটে জানা যায়, চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যায় ৩য় স্থানে রয়েছে চন্দনাইশ উপজেলা। এদিকে উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চন্দনাইশবাসীকে সচেতন হওয়ার লক্ষে লিখেছেন ‘‘চন্দনাইশে করোনা সংক্রমণ আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে এবং পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। উপজেলা পরিষদ, স্বাস্থ্য কম্পলেক্স, থানা, পৌরসভা সর্বত্র একই অবস্থা বিরাজমান। এহেন পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হল এবং অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য পরামর্শ দেন এবং এসময় উপজেলা পরিষদের কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে বলে লিখেছেন। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সৌজন্যে জনগণকে সচেতন হওয়ার লক্ষে সকলের দৃষ্টি আর্কষণ করে দোহাজারী বাসষ্টেশনে চন্দনাইশের করোনার আক্রান্তে সংখ্যাসহ লিখে “সুস্থ থাকুন, ঘরে থাকুন” এ রকম একটি ব্যানার টাঙ্গিয়ে দেন। আর চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাহীন হাসানেরও ২ বারের মত করোনা প্রজেটিভ আসায় তিনি হাসপাতালের কোয়াটারে আইসোলেশনে রয়েছেন। অন্যদিকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই আখতারুজ্জামান রবিউলও তার ফেসবুক আইডি থেকে চন্দনাইশবাসীর উদ্যেশ্যে লিখেছেন “ একটা বিষয় বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে যে ইতিমধ্যে করোনা ভাইরাস সনাক্তকরণ স্যাম্পল দেওয়ার পর থেকে নিরবিচ্ছিন্ন ভাবে ঘুরাফেরা করতেছেন যা কোনোভাবেই কাম্য নয়। নিয়ম অনুযায়়ী বাসায় অবস্থান করার কথা থাকলেও আপনারা সেই সিদ্ধান্ত না মেনে নিজের ইচ্ছে মত ঘুরাফেরা করতেছেন এবং অন্যজনকে আক্রান্ত করতেছেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ নমুনা দেওয়ার পর থেকে রেজাল্ট প্রকাশ না হওয়া পর্যন্ত কোন অবস্থাতে বাড়ীর বাইরে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং নমুনা দেওয়া ব্যক্তি নিজ বাডী়তে আলাদা অবস্থানে থাকবেন। আপনার পরিবার ও দেশ ও জাতির স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে চলুন বলে উল্লেখ করেন।” আবার অনেকেই চন্দনাইশে করোনা আরো বৃদ্ধি পাওয়ায়়়় ফেসবুক আইডিতে মাধ্যমে চন্দনাইশ কে লকডাউন ঘোষণা করার দাবি জানান।
উল্লেখ্য, গত ৫ জুন চন্দনাইশে করোনায় আক্রান্ত ২০জন রোগীরা হলেন- মধ্যম চন্দনাইশের মাহাবুবুর রহমান (৩৮), পাঠানদন্ডীর নুর মোহাম্মদ (১৩),ফরিদ আহমদ (৫৮), রাসেল (২৭), গাছবাড়ীয়ার রেজাউল করিম (২৫), হাছনদন্ডীর মোঃ ইদ্রিচ (৪৫), গাছবাড়ীয়ার কায়সার (২৩), সাতবাড়ীয়ার আমিনুর রহমান (২৩), পশ্চিম এলাকাবাদের মোঃ আলী (২৬), হাছনদন্ডীর মামুন (৪০), কাঞ্চননগর এলাকার ফজলে করিম (৫০), কানাইমাদারী এলাকার প্রবাল (৩৫), মোহাম্মদপুরের মোহাম্মদ আজাদ (২২), উপজেলা পরিষদের সাঈদ মোসলিম (৫৬), উপজেলা পরিষদের বকুল নাথ (৫৭), উপজেলা পরিষদের খোরশেদা বেগম (৪৩), দোহাজারীর শহীদ উল্লাহ (৬০), চন্দনাইশ ফায়ার সার্ভিসের আবদুল্লাহ (২৫) উপজেলা প্রকৌশলী অফিসের আহসান উল্লাহ। তারা সবাই হোম কোয়ারেন্টন ও আইসোসিলেশনে রয়েছে বলে জানা গেছে।


প্রকাশিত : ২০২০.০৬.০৬, ৭: ৪০ পিএম



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com