চন্দনাইশ প্রতিনিধি
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতের জন্য চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপি যুবদলসহ অঙ্গসংগনের উদ্যোগে চন্দনাইশের একটি রেষ্টুরেন্টে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। এসময় তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ত্যাগ আমাদের পাথেয়। দেশনায়ক তারেক রহমান নির্দেশে চন্দনাইশ বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বিএনপির দূর্গ ও গণতন্ত্র পূনরুদ্বারের লড়ায়ে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকল ভেদাবেদ ভুলে ধানের শীষ প্রতিকের পক্ষে কাজ করার আহবান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,চন্দনাইশ উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট সাদ্দাম হোসেন নিরব, সাবেক পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল মোস্তফা,পৌরসভা যুবদলের সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলম, চন্দনাইশ উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার উদ্দিন চৌধুরী, দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দিন সুমন, সদস্য সচিব মোহাম্মদ মাহ্ফুজুল আলম, ফরিদুল আলমসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।