চট্টগ্রামের চন্দনাইশে শহীদ জিয়া স্মৃতি সংসদের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা গত শুক্রবার (২১ নভেম্বর) বিকালে বিজিসি ট্রাষ্ট সংলগ্ন বাঙালিয়ানা রেস্তোরাঁয় শহীদ জিয়া স্মৃতি সংসদ চন্দনাইশ উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ মানিকের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মো: হাছান উদ্দীন ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ তানিমের যৌথ সঞ্চালনায় এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ চন্দনাইশ উপজেলার আহবায়ক মোহাম্মদ লোকমান হাকিম।
উদ্ধোধক ছিলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ চন্দনাইশ উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, বিশেষ অতিথি ছিলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ চন্দনাইশ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক এমএ শিবলী নোমান, যুগ্ম আহবায়ক রমজান হোসেন মানিক, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন বাবলু, সদস্য এম রিদোয়ান আবিদ, সদস্য জাফর আলম, সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, সদস্য সাইফুল হাসান, সদস্য আরিফুল হক চৌধুরী সহ আরো অনেকেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ লোকমান হাকিম বলেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের স্মৃতি সংরক্ষনে তরুন প্রজম্মের মাঝে ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি। তরুনরা যদি শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শকে হৃদয়ে ধারণ করলে বাংলাদেশ বিশ্বে সুনাম বৃদ্ধি পাবে। তাই আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত সৃষ্টি করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করেন।