চট্টগ্রামের চন্দনাইশে বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গত ৩০ নভেম্বর বাদে আসর দোহাজারী জঙ্গলী পীর শাহ্ (রহঃ) হেফজখানা ও এতিখানার শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল চন্দনাইশ উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের যুগ্ম আহবায়ক রমজান হোসেন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন, চন্দনাইশ উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক মোহাম্মদ লোকমান হাকিম। প্রধান বক্তা ছিলেন, চন্দনাইশ উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব মোহাম্মদ মানিকসহ স্থানীয় বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি চন্দনাইশ উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক মোহাম্মদ লোকমান হাকিম বলেন, বেগম খালেদা জিয়ার এ অবস্থার জন্য “স্বৈরাচারী শেখ হাসিনা দায়ী। তাঁকে মিথ্যা মামলায় কারাগারে রেখে বছরের পর বছর নির্যাতন চালানো হয়েছে। সেই অব্যাহত নির্যাতনই আজ দেশনেত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।” তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষার সংগ্রামে বারবার নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে লড়াই করেছেন। দেশের স্বার্থে পুরো জীবন বিসর্জন দেওয়া একজন নেত্রী হিসেবে তিনি ইতোমধ্যেই মানুষের হৃদয়ের মনিকোঠায় রয়েছেন। তাই বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে সবাকে দোয়া করার আহবান করেন।