রফিকুল আলম :
৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে ২ নভেম্বর সমবায়ী র্যালি জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা শহীদ জহুরুল হক হল রুমে “সমবায় গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেজবাহ উদ্দিন। উপজেলা সমবায় অফিসার এম এ শহীদ ভূঁঞা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানবির আহমদ সিদ্দিক,পজিব কর্মকর্তা আলী নুর মিয়াজি,এড. আবছার উদ্দিন হেলাল,মুহাম্মদ সালা উদ্দিন দিদার। এতে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা সমবায় অফিসার এম এ শহীদ ভূঁঞা।
উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো:আবদুল মান্নান ও জেবল হোসেনের সঞ্চালনায় অনুষ্টানে আরো বক্তব্য রাখেন,এড.মীর মুহাম্মদ সেলিম,জাহাঙ্গীর আলম, আনোয়ার সাদেক,টিটু কুমার দে ও রাজ্যশ্রী বড়ুয়া। অনুষ্টানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট হারুয়ালছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড,বিবিরহাট মাল্টিপারপাস কোঃ সোসাইটি লিমিটেড ও গ্রামীন ফেয়ার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডকে ক্রেষ্ট প্রদান করা হয়।