1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন

দোহাজারীতে নিজ গ্রামে চিরশায়িত হলেন শিল্পপতি সিরাজুল ইসলাম,বিভিন্ন মহলের শোক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ১৯৯ Time View
Tasib Internet and crest house


এসএম রাশেদ


চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি টোটাল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম ২৮ এপ্রিল বাদে আসর জামিজুরী রজবিয়া আজিজিয়া ফাজিল মাদ্রাসার মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে ৩য় জানাজা শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে চির শায়িত হয়েছেন। এর আগে নগরীতে ১ম জানাজা বাদে ফজর হালিশহর হাউজিং এস্টেটের এল বøক মাসজিদুস সালাম জামে মাসজিদ মাঠে ও ২য় জানাজা সকাল ১১ টায় জামিয়াতুল ফালাহ জামে মাসজিদ অনুষ্ঠিত হয়।

তার মৃত্যুতে চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর,সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, জামিজুরী রজবিয়া আজিজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আহমদ হোছাইন আল কাদেরী, উপজেলা যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য আলহাজ্ব লোকমান হাকিম, দোহাজারী ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি এসএম রাশেদ, সাধারণ সম্পাদক কমরুদ্দীনসহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত ও শোক সমপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, আলহাজ্ব সিরাজুল ইসলাম মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ৮ টা ৪৬ মিনিটে নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী, গুণগ্রাহী রেখে যান। আলহাজ্ব সিরাজুল ইসলাম ‘হাজী আছহাব মিয়া ফাউন্ডেশন’র চেয়ারম্যান, জামিজুরী রজবিয়া আজিজিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ-সভাপতি সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com