1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন

দোহাজারীতে স্বামীহারা বয়স্ক অসহায় মহিলার সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৫ Time View
Tasib Internet and crest house

চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত আহম্মদ নবীর অসহায় বৃদ্ধা স্ত্রী বুলু আক্তারের বাড়ী ভিটার উপর কবিরগং জোর পূর্বক স্থাপনা নিমার্ণ চেষ্টার প্রতিবাদে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ১০ অক্টোবর সন্ধ্যায় দোহাজারীর একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন ভুক্তভোগী অসহায় বৃদ্ধা মহিলা বুলু আক্তার।
সংবাদ সম্মেলনে অসহায় ভুক্তভোগী বৃদ্ধা মহিলা বুলু আক্তারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার মেয়ে জান্নাতুল ফেরদৌস। এসময় লিখিত বক্তব্য উল্লেখ করেন, বিগত ২৪ বছর আগে আমার মরহুম পিতা ও আমার মায়ের নামে তিনটি দাগে ১ খানি জায়গা ক্রয় করে বিএস খতিয়ান নামজারী করে বসতঘর নিমার্ণ করে বসবাস করে আসছেন। কিস্তু বাড়ীর পাশ্ববর্তী কবির আহমদ গং, ইসমাঈল ও সাইফুল গং গত ৫/৬ বছর আগে আমাদের বাড়ীভিটার একটি দাগের কিছু অংশ দাবী করলে স্থানীয় গন্যমান্যদের মাধ্যমে বৈঠক করলে তারা কোন জায়গার কাগজপত্র দেখাতে না পারেননি। তবুও জোরপূর্বক জবর দখলের পায়তারা করলে আমরা আদালত ও থানা পুলিশের আশ্রয় নিই। বিগত ২০১৯ মালে ১ অক্টোবর মাননীয় আদালতে দেঃ কাঃ বিধি আইনের ৩৯ আদেশের ১/২ বিধান ও ১৫১ ধারার বিধান মতে কবির আহমদ গং এর বিরুদ্ধে নালিশী তফশীলে প্রবেশ না করার জন্য, দলিল সৃজন না করার জন্য, রুপ পরিবর্তন না করার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করিলে মাননীয় আদালত বিবাদীগণের উপর কারণ দর্শানোর নির্দেশ দেন তখনও তারা কোন জবাব দেয়নি। এদিকে বিগত ২০২৩সালের ১৩ জানুয়ারী আমার বাবা ও ১ মাস পর ফেব্রুয়ারীর ৫ তারিখে আমার মেজভাই হঠাৎ মারা যায়। এসময় আমার মা ও এক ছেলে ও এক মেয়ে নিয়ে দিশেহারা হয়ে খেয়ে না খেয়ে কোনমতে দিনাপাতিত করছি। এদিকে সরকার পতন হওয়ার পর থেকে পুলিশ প্রশাসন কার্যক্রম সীমিত দেখতে পেয়ে দোহাজারী পৌরসভা নামধারী ছাত্র সমন্বয়ক পরিচয়দানকারীর মাধ্যমে সন্ত্রাসী বাহিনী দিয়ে রাতারাতি ওই জায়গা দখল করার পায়তারা খবর পেলে আমার মা আদালতের স্বরণাপর্ণ হলে আদালত আগামী ১৪ অক্টোবর নিষেধাজ্ঞার শুনানী দিন ধার্য্য করছে জানতে পেরে এবং দূর্গা পূজায় প্রশাসন ব্যস্ত থাকার সুবিধা নিয়ে প্রতিপক্ষ কবির গং গত ৯ অক্টোবর জোরপূর্বক আমাদের জায়গার উপর ইট,বালু,টিনসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে স্থাপনা নিমার্ণের জন্য স্তুপ করেন। যে কোন মূর্হুতে রাতের আধাঁরে সন্ত্রাসী বাহেনীদের সঙ্গে নিয়ে তারা জবর দখল করে স্থাপনা তৈরী করবেন এবং বাঁধা দিলে আমাদের প্রাণে হত্যা করবে বলে প্রস্তুতি নিচ্ছে জানতে পেরে প্রশাসনের সু-দৃষ্টির মাধ্যমে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বলে উল্লেখ করা হয়।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com