1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

নগরীতে ডেমু ট্রেনের ধাক্কায় নিহতদের ২ জনের বাড়ি ফটিকছড়িতে, আহত – ৬

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ২৯১ Time View
Tasib Internet and crest house

রফিকুল আলম

নাজিরহাট থেকে ছেড়ে যাওয়া ডেমু ট্রেনের সাথে বাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। ৪ ডিসেম্বর শনিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ঝাউতলায় রেল ক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ৩ জনের মধ্যে দুইজনের বাড়ি ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নে। তাদের মধ্যে একজন এইচএসসি পরীক্ষার্থী সাতরাজ শাহীন (১৯)।
সে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিল। বিষয়টি নিশ্চিত করে নিহত সাতরাজের বন্ধু ওমর ফারুক বলেন, কলেজে বিএনসিসি কার্যালয়ে যাবার সময় পথেই এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইত নগর গ্রামের মুয়াজ্জিম বাড়ীর ফজলে করিমের প্রথম পুত্র শাহীন।
অপরজন একই ইউনিয়নের সৈয়দ পাড়ার সৈয়দ সোহরাব হোসেনের ২য় পুত্র প্রকৌশলী বাহাউদ্দীন সোহাগ।সে ঢালি কনস্ট্রাকশনে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
একই ঘটনায় নিহত পুলিশ সদস্য মনির হোসেনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ।
এদিকে দুর্ঘটনায় আহত ৬ জন চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরা হলেন- জমির উদ্দিন (৪০), শহীদুল ইসলাম (৪০), জয়নাল (২৬), জোবায়দা (২০), আদনান (৭) ও মোহাম্মদ(১০)।
তাদের দু’জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com