রফিকুল আলম :
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌর এলাকায় অগ্নিকাণ্ডে দুটি বসতঘর আগুনে পুড়ে ভষ্মিভুত হয়েছে। রবিবার ২১ ডিসেম্বর সকাল ১১টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান। রান্না ঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে, মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। ফটিকছড়ি ফায়ার সার্ভিস থেকে জলগাড়ী ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। আগুনে মোঃ ওসমান ও মোঃআব্দুর শুক্কুরের বসত ঘর নিশ্চিহ্ন হয়ে যায়।
এতে আনুমানিক ৪/৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।