1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন

নাজিরহাট বড় মাদ্রাসার নতুন মুহতামিম কাসেমী : সলিমুল্লাহ সহ ১৩ জন স্থায়ী বহিষ্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ১৯৪ Time View
Tasib Internet and crest house


রফিকুল আলম
^^^^^^^^^^^^^^^^^^
নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে চট্টগ্রামের শতবর্ষী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফটিকছড়ির জামিয়া আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার বহুল প্রতিক্ষিত শূরা বৈঠক। শূরা সদস্য আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে মাদ্রাসার সম্মেলন কক্ষে ২৮ অক্টোবর সকাল ১১টা থেকে শুরু হওয়া এ বৈঠক শেষ হয় বিকেল ৩টায়।
শূরার বৈঠকে উপস্তিত ছিলেন- পটিয়া মাদ্রাসার মুহতামিম আবদুল হালিম বোখারী, জিরি মাদ্রাসার মুহতামিম মাওলানা খোবাইব, অলি খাঁ মসজিদের সাবেক খতিব মাওলানা আনোয়ার, খাতুনগঞ্জের ব্যবসায়ী মাওলানা ওমর ফারুক, মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা নোমান ফয়েজী, হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা জুনায়েদ বাবুনগরী, নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার মুহতামিম সালাউদ্দিন, ঢাকা বসুন্ধরা মাদ্রাসার মুহতামিম মাওলানা আরশাদ রহমান, খীলগাঁও মাদ্রাসার মুহতামিম নুরুল ইসলাম জিহাদী, তালিমুদ্দিন মাদ্রাসার মুহতামিম হাফেজ কাসেম, নাজিরহাট বড় মাদ্রাসার নায়েবে মুহতামিম হাবিবুর রহমান কাসেমী, ফতেপুর মাদ্রাসার মুহতামিম মাহমুদুল হাসান।
তবে শুরা সদস্য চারিয়া মাদ্রাসার মাওলানা আবদুল্লাহ, হাটহাজারী মাদ্রাসার প্যানেল মুহতামিম মুফতি শেখ আহমেদ বৈঠকে অনুপস্থিত ছিলেন।
শূরার বৈঠক শেষে সিদ্ধান্ত সমূহ ঘোষণা করেন – নুরুল ইসলাম জিহাদি। এ সময় তিনি বলেন, শূরা সদস্যদের সর্বসম্মতিক্রমে মুফতি হাবিবুর রহমান কাসেমীকে মুহতামিম (পরিচালক) মনোনীত করা হয়েছে। এছাড়া মাওলানা ইয়াহিয়াকে নায়েবে মুহতামিম(সহযোগী পরিচালক), মাওলানা ইসমাইলকে মুঈনে মুহতামিম(সহকারী পরিচালক) এবং মাওলানা হাবিবুল্লাহ নদভীকে শিক্ষা পরিচালক নিযুক্ত করা হয়েছে।
তিনি আরো বলেন, নিজেকে মুহতামিম দাবি করে মাদ্রাসার পরিবেশকে অস্থিতিশীল করার দায়ে মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সলিমুল্লাহকে স্থায়ী বহিষ্কার করেছে শূরা কমিটি।
একইসাথে তার অপকর্মে সহযোগিতা করায়
বৈঠকের সভায় মাওলানা ছলিমুল্লাহসহ মোট ১৩ জনকে বহিস্কার করা হয়। বহিস্কৃত শিক্ষকরা হলেন মাওলানা সালাহ উদ্দীন, মুফতি হাশেম, মাওলানা মিজান, মাওলানা নুরুল আলম নছরি, মাওলানা মাহফুজুর রহমান, হাফেজ ইদ্রিস, হাফেজ আব্দুল কাদের। এছাড়া নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক
মাওলানা ইয়াছিন, মাওলানা আলী আকবর, আমির হোসেন, মাওলানা আব্দুর রহিম, মাওলানা হারুনর রশিদকেও বহিস্কার করা হয়। এরা সকলেই মাওলানা ছলিমুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত।
এদিকে শূরা বৈঠককে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে গত মঙ্গলবার রাত থেকে মাদ্রাসার আশপাশসহ নাজিরহাট এলাকায় র‍্যাব-পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নাজিরহাট বাজারের পাঁচ সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং যানচলাচল ও জনসমাগম নিয়ন্ত্রিত ছিল। আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিনের নেতৃত্বে জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।
একইসাথে চট্টগ্রাম -নাজিরহাট-খাগড়াছড়ি মহাসড়কের চারিয়া থেকে কুম্ভারপাড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে পুলিশের টহল ও নজরদারীতে ছিল।
উল্লেখ্য, ২৭ মে মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ মুহাম্মদ ইদ্রিস ইন্তেকাল করলে সহকারী পরিচালক মুফতি হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্ব দেয় শূরা কমিটি। পরবর্তিতে মাদ্রাসার শূরা সদস্য হাটহাজারী বড় মাদ্রাসার প্রয়াত পরিচালক আল্লামা আহমদ শফী মাওলানা সলিমুল্লাহকে মুহতামিম ঘোষণা করেছে দাবি করে মাদ্রাসায় নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠে অর্থ আত্মসাৎসহ নানা কারণে সমালোচিত সলিমুল্লাহ। যার ফলে এলাকাবাসী ও শিক্ষার্থী দের মধ্যে বিভাজনের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ চার মাস ধরে মাদ্রাসাজুড়ে অস্থিরতা বিরাজ করে আসছিল ।
এর মধ্যে, গেল শনিবার বিক্ষুব্ধ ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে মাদ্রাসা ত্যাগ করতে বাধ্য হয় মুহতামিম দাবিদার মাওলানা সলিমুল্লাহ।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com