রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রাম মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আনিসুর জামান সোহেল একক ক্ষমতার দাপটে পাহাড়িকা রোটেশনে অবৈধ ভাবে জোর পূর্বক গাড়ি চালিয়ে দেওয়া ও নানা দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ বাস মালিক সমিতির ব্যানারে। গতকাল মঙ্গলবার দুপুরে রাউজান জলিল নগর বাস ষ্টেশনস্থ মালিক সমিতির কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ সম্পাদক আনিসুর জামান সোহেল মালিক সমিতির সাধারণ সভার কোন প্রকার সিন্ধান্ত ছাড়াই নিজের ক্ষমতা বলে পাহাড়িকা রোটেশনে অবৈধ ও জোর পূর্বক গাড়ি চালিয়ে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা।বক্তারা বলেন, তাঁর অবৈধ অপকর্মের কারণে পাহাড়িকা গাড়ি মালিকগণ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। এসব অবৈধ কর্মকাণ্ড থেকে সাধারণ সম্পাদকে সরে দাঁড়াতে হবে, অন্যতায় সমিতির নেতৃবৃন্দরা সভা ডেকে অনাস্থা প্রস্তাব দিয়ে অনির্বাচিত সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হবে।
আবু তাহের কোম্পানি'র সভাপতিত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আমিনুর রহমান কোম্পানি, মোজাফফর আহমদ,মোঃসেলিম উদ্দিন,ফারুক কোম্পানী, মোহাম্মদ শফি, মোহাম্মদ আরফাত, মোঃ শফিকুল আলম, আলমগীর, মোহাম্মদ মনসুর, তরুণ বড়ুয়া, ইমতিয়াজ জাহাঙ্গীর, মাহবুব কোম্পানি, মোরশেদ কোম্পানি, শাহ আলম মেম্বার, শফিউল আজম সহ আরও অনেকেই।