1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন

প্রবীন সমাজহিতৈষী বাবুল চক্রবর্তীর পরলোক গমনঃ জগন্নাথ সেবাশ্রম ও উদয়াচল সংসদের শোক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২৩১ Time View
Tasib Internet and crest house

প্রদীপ শীল, রাউজানঃ
রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ড ঢেউয়াপাড়া গ্রামের বিশিষ্ট পূজোপকরণ ব্রাক্ষণ প্রবীন সমাজহিতৈষী বাবুল চক্রবর্তী (৮৫) পরলোকগত হয়েছেন। ৩০ জুন বুধবার সন্ধ্যায় তিনি নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগ ছিলেন। গত ২৭ জুন তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মৃত্যুকালে তিনি দুই ছেলে এক কন্যা ও স্ত্রীসহ বহু আত্বীয় স্বজন রেখে যান। পরম পূজোনীয় ব্রাক্ষণ বাবুল চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম পরিচালনা কমিটি ও ঢেউয়াপাড়া উদয়াচল সংসদ। সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে শোক প্রকাশ করেন জগন্নাথ সেবাশ্রম পরিচালনা কমিটি সভাপতি দীলিপ কুমার চক্রবর্তী, সহ সভাপতি কাজল বোস, অশোক পালিত, সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, যুগ্ম সম্পাদক প্রদীপ শীল, তপন দে, সাংগঠনিক সম্পাদক অনুপ চক্রবর্তী, পরিচালনা পরিষদের দিপুল দে, প্রভাষ চক্রবর্তী, চন্দ্র শেখর দে, বিজন চৌধুরী, সনজিদ মজুমদার, নিউটন চৌধুরী, অমীত সেন, রনজিত শীল, সমীর শীল, রনি পালিত, ইমন সেন, উদয়াচল সংসদের সভাপতি ধীলন মুহুরী, সাধারণ সম্পাদক দিপলু দে দিপু, সমাজ সসেবক উজ্জ্বল চক্রবর্তী সহ ঢেউয়াপাড়া গ্রামের বিশিষ্টজনেরা। নেতৃবৃন্দরা প্রয়াত বাবুল চক্রবর্তীর বিদেহী আত্মার সদগতি কামনা করেন ও পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com