1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন

প্রয়াত পি.আর সিংহের আদ্য শ্রাদ্ধ অনুষ্ঠানে হেলিকাপ্টারে বরণ্য সম্পাদক-সাংবাদিক ও বুদ্ধিজীবী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ২১০ Time View
Tasib Internet and crest house

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজানে হেলিকাপ্টার যোগে ঢাকা থেকে আসলেন দেশ বরণ্য সাংবাদিক ও বুদ্ধিজীবীরা। ১৭ ডিসেম্বর সকালে তারা হেলিকাপ্টার নিয়ে গহিরা ডিগ্রী কলেজ মাঠে অবতরণ করেন। এসময় তাদের স্বাগত জানান, রাউজান পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল। জানা যায়, কুন্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা শহীদ অধ্যক্ষ নতূন চন্দ্র সিংহের কনিষ্টিপুত্র বীর মুক্তিযোদ্ধা কুন্ডেশ^রী ঔষধালয় লিমিটেডের প্রয়াত ব্যবস্থাপক লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহের শ্মশানে শ্রদ্ধা জানাতে রাউজানের কুন্ডেশ্বরী ভবনে এসেছেন এইসব বুদ্ধিজীবী ও মিডিয়া ব্যাক্তিত্বরা। জানা যায়, প্রয়াত প্রফুল্ল রঞ্জন সিংহের মাসিক আদ্য শ্রাদ্ধা অনুষ্ঠানে যোগ দিতে প্রয়াতের বাড়ীতে আসেন তারা।

উল্লেখযোগ্য দেশ বরণ্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএম নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহাফুজুর রহমান, জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বৈশাখী টিভির সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, সাংবাদিক মুন্নি সাহা, দৈনিক প্রথম আলোর সহ সম্পাদক সাহিত্যক কবির বকুল, কন্ঠ শিল্পী চন্দন সিংহ, দেশ বরণ্য শিল্পপতি আলহাজ¦

আবু বক্কর, এন.সি.সি ব্যাংকের চেয়াম্যান এস এম আবু মহসিন, ইকবাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাংবাদিক মঞ্জুল আলম, পৌর মেয়র দেবাশীষ পালিতসহ দেশের শীর্ষ স্থানীয় ব্যাক্তিবর্গরা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাদিক শিক্ষক উপস্থিত ছিলেন। প্রয়াত প্রফুল্ল রঞ্জন সিংহের পুত্র রাজিব সিংহ জানান, গত তিনদিন ধরে প্রয়াত পিতার আত্মার সদগতি কামনায় মাসিক আদ্য শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল।

শেষের দিনে আমন্ত্রিতদের মধ্যে ছিল দেশ বরণ্য এই শীর্ষ নেতৃবৃন্দরা। তারা কুন্ডেশ্বরী ভবনে আসেন আমাদের আমন্ত্রনে। এসে তারা প্রথমে প্রয়াত প্রফুল্ল রঞ্জন সিংহের শ্মশানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শোক বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। স্থানীয় সমাজ সেবক ও সাবেক ইউপি সদস্য দুলাল কান্তি দে জানান, আগত অতিথিরা দুপুরে মধ্যাহ্নভোজ গ্রহন করেন কুন্ডেশ্বরী ভবনে।

এরপর তারা কুন্ডেশ্বরী ঔষধালয়, কুন্ডেশ্বরী বালিকা মন্দির কুন্ডেশ্বরী বালিকা মহা বিদ্যালয়, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, কুন্ডেশ্বরী মাতৃ মন্দির সহ কুন্ডেশ্বরীর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিকাল ৪টার দিকে রাউজানে থেকে হেলিকাপ্টার যোগে ঢাকায় রওনা দেন। বরণ্য সাংবাদিক ও বুদ্ধিজীবীদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com