রফিকুল আলম,ফটিকছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়ির থানার অস্ত্র আইনের মামলায় কোর্টে জামিন নিতে গিয়ে এক মহিলা ও এক পুরুষসহ দু'জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
জানা যায়,গত ২৮ আগষ্ট ফটিকছড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ডের চৌমুহনী বাজারের দক্ষিন পাশে দু'পক্ষের সংঘর্ষের সময় পুলিশ উপস্থতি দেখে এক পক্ষ বাজারের দক্ষিন পাশে তিন রাস্তার মোড়ের নারায়ণ টেইলার্সের সামনে দিয়ে পালানোর সময় পুলিশ আটক করার চেষ্টা করলে তিন যুবক অস্ত্র ফেলে দৌঁড়ে পালানোর সময় পুলিশ একজনকে পাকড়াও করলে পুলিশের সাথে হাতাহাতি করে সে দৌঁড়ে পালিয়ে যায়। সেখান থেকে পুলিশ একটি নাইন এমএম পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। এঘটনায় থানায় অস্ত্র আইনে ১৭(০৮)২০২৫ ইং ও সরকারী কর্মচারীর কর্তব্য কাজে বলপ্রয়েগের মাধ্যমে বাধা সৃষ্টি এবং আঘাত করায় ১৮(০৮)২০২৫ ইং সহ পৃথক ভাবে দু'টি মামলা দায়ের করা হয়। গত ২ নভেম্বর এ দু'টি মামলায় পৌরসভার ৪ নং ওয়ার্ডের দক্ষিন রাঙ্গামাটিয়া গ্রামের কমর আলী তালুকদার বাড়ীর জনৈক শাহা আলমের স্ত্রী রহিমা বেগম প্রকাশ রুবি ও একই গ্রামের রাজু সুলতান বাড়ীর হাজী সালে আহাম্মদের পুত্র হাবিব প্রকাশ হাবি জামিনের জন্য গেলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে প্রেরণ করেন। আবারো মঙ্গলবার ৪ নভেম্বর জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর হয়।
জানতে চাইলে মঙ্গলবার ৪ নভেম্বর ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন,রহিমা বেগম প্রকাশ রুবি ও হাবিব প্রকাশ হাবি ঘটনার প্রায় দুই মাস পর বিজ্ঞ আদালতে জামিনের জন্য গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।