রফিকুল আলম,ফটিকছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন এলাকায় দুর্বৃত্তরা অটোরিক্সা চালক সোহেল মিয়া (১৭) নামে এক কিশোরকে গাছের সাথে বেঁধে নির্মমভাবে হত্যা করে তার অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়। মঙ্গলবার ২ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করেছে। গত সোমবার (১ডিসেম্বর) রাতে থানাধীন নাজিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের হাজীরখিল গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রিক্সা চালক সোহেল মিয়া লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ১ নং দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।
ভূজপুর থানার উদালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জৌতিষ চন্দ্র দেব জানান,খবর পেয়ে চা বাগানের পাশে একটি নির্জন জায়গা থেকে সোহেলের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করি। তার গলায় ও হাতে আঘাতের চিহৃ রয়েছে। এ ব্যাপারে ভুজপুর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।