রফিকুল আলম,ফটিকছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়ি পৌর এলাকায় মোহাম্মদ সেলিম নামের এক বর্গা চাষীর দুই একর পাকা ধান কেটে মাড়াই করার জন্য রাখা তিনটি স্তুপে (গাদা) দুস্কৃতকারীরা আগুন লাগিয়ে দিলে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় ৩ শত আড়ি (৩ টনের উর্ধে) ধান পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
বুধবার ১৯ নভেম্বর দিবা গত রাত ৩ টার দিকে পৌর সভার ৪ নং ওয়ার্ডের দক্ষিন রাঙ্গামাটিয়া বাগমারা মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
বর্গাচাষী মোহাম্মদ সেলিম বলেন,আমি গরীব মানুষ দুই একর (৫ কানি) অন্যের জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছি। এসব জমি চাষাবাদ করতে বিভিন্ন মানুষ থেকে টাকা কর্জ নিয়েছি।এখন জমির মালিককে ধান ও কর্জ টাকা শোধ করব কি ভাবে বলে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি আরো বলেন,বর্গা জমির ধান দিয়ে বাকী ধান বিক্রি করে কর্জ শোধ করার আসা ছিল।এখন আমি কি করব।
এদিকে খবর পেয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ নুর আহম্মদ,উপজেলা কৃষি অফিসার আবু সালেক ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ঘটনা স্থলে গিয়ে ক্ষতি প্রস্থ কৃষক সেলিমের সাথে কথা বলেন।
উপজেলা কৃষি অফিসার আবু সালেক বলেন,অসহায় এ বর্গা চাষীর এ ভাবে পাকা ধান ঘরে উঠানোর আগ মুহুর্তে পুড়িয়ে দেয়া দুঃখ জনক। কৃষি অফিস থেকে সহযোগিতা করা হবে।