রফিকুল আলম,ফটিকছড়ি :
ফটিকছড়ি উপজেলায় কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার সময় ভ্রাম্যমান আদালত ৬টি ডাম্প ট্রাক ও ১টি খননযন্ত্র জব্দ করেছে। গত শুক্রবার দিবাগত রাতে এসব জব্দ করা হয়।
জানা যায়,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিম চৌধুরীহাটের ছোট ছিলোনীয়া এলাকায় কৃষি জমির মাটি অবৈধ ভাবে কেটে নিয়ে যাবার সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব যানবাহন জব্দ করেন।
তিনি বলেন,অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ডাম্প ট্রাক এবং খননযন্ত্র জব্দ করা হয়েছে। পরিবেশ ও কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান যে কোন মূহুর্তে চলমান থাকবে।