রফিকুল আলম,ফটিকছড়ি : গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলা শাখার উদ্যোগে ২৯ আগস্ট জুমাবার বিকাল তিনটায় পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফটিকছড়ি বিবির হাট ডাক বাংলো সড়ক হতে জুলুস বের করা হয়। জুলুসটি পৌর সদর বিবিরহাট বাজারের দরগাহ রোড - কলেজ রোড - হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক ঘুরে ডাক বাংলো সড়কে এসে শেষ হয়। এতে সর্বস্তরের কয়েক হাজার সুন্নি - জনতা অংশ গ্রহন করেন। জুলুস শেষে সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মাছউদ কাদেরী ও কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জুলুছ উদযাপন কমিটির সদস্য সচিব মাস্টার মুহাম্মদ ওসমান খাঁ'র সঞ্চালনায় সমাপনী সমাবেশ কমিটির সভাপতি আল্লামা আবু তাহের আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন,আল্লামা মুফতি সৈয্যদ অছিয়র রহমান আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মুফতি তৈয়্যব খাঁন আলকাদেরি,আলহাজ্ব নবির হোসন,আলহাজ্ব আবুল হোসেন, মাওলানা ফিরোজ আলম রেজভি,আলহাজ্ব হাবিবুল ইসলাম ভুইয়া,শাযের এমদাদুল ইসলাম কাদেরী,আলহাজ্ব লেযাকত আলি খোকন,আলহাজ্ব মাওলানা আজিজুল করিম। শেষে মুনাজাত পরিচালনা আল্লামা মুফতি তৈয়্যব খান আলকাদেরি।