ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় একটি নাইন এমএম পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৮ আগস্ট সকাল ১০টার দিকে ফটিকছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিন রাঙ্গামাটিয়া চৌমুহনী বাজারের দক্ষিন পাশে তিন রাস্তার মোড়ের নারায়ণ টেইলার্সের সামনে থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
থানার এসআই মো: রাজ্জাক বলেন জায়গা সংক্রান্ত বিষয়ে দু'টি পক্ষ অবস্থান নিয়েছে জানতে পেরে ঘটনাস্থলে গেলে অস্ত্রধারীরা পালিয়ে যায়।পরে তাদের ফেলে যাওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুর আহমদ জানান,উদ্ধার করা অস্ত্রটি থানায় জব্দ রাখা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন যুবক অস্ত্র ফেলে দৌঁড়ে পালানোর সময় পুলিশ একজনকে ধরেও ফেলেছিল। কিন্তু পুলিশের সাথে হাতাহাতি করে সে দৌড়ে পালিয়ে যায়। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।