রফিকুল আলম,ফটিকছড়ি :
ফটিকছড়িতে পুকুরের পানিতে পড়ে ওমামা শিকদার (২) নামের এক শিশুর মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে।
৩ ডিসেম্বর, বুধবার দুপুরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিম পুর গ্রামের নুরুল হক মেম্বারের বাড়ীতে এঘটনা ঘটে।নিহত শিশু ওই বাড়ীর মোঃ ইব্রাহিমের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান ও ব্যবসায়ী মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে খেলার সময় পরিবারের সদস্যদের অগোচরে ঘরের সামনের পুকুরে শিশুটি পড়ে যায়। পরে স্বজনরা তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখে। পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ওমামাকে মৃত ঘোষনা করে।