রফিকুল আলম,ফটিকছড়ি ।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌর এলাকায় প্রাণঘাতী ভীমরুলের দংশনে সজল নাথ(৪৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে পৌরসভার ৬ নং ওয়ার্ডের ইমাম নগর এলাকার নাথ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত সজল ওই এলাকার সুকমল নাথের দ্বিতীয় পুত্র এবং দুই সন্তানের জনক।
নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, বসত ঘরের ছাউনির উপর জমে থাকা শুকনো পাতা পরিষ্কার করতে টিনের ছাউনিতে উঠে সজল। এক পর্যায়ে পাশের আম গাছ থেকে এক ঝাঁক ভীমরুল বের হয়ে সজলের শরীরে দংশন করতে করতে বিষাক্ত হুল ডুকিয়ে দেয়, ফলে তীব্র যন্ত্রণায় সজল চিৎকার করতে থাকে। গাছ থেকে কোন রকমে মাটিতে নেমে মাটিতে গড়াগড়ি দিতে থাকলে স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায।
সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল যাওয়ার পরামর্শ দিলেও কিছুটা সুস্থতা বোধ করায় চমেক হাসপাতালে না গিয়ে বাড়ি ফিরে আসে সে।
সন্ধ্যায় ভাত খাওয়া মাত্র বমি করে দেয়।
এ সময় অবস্থার অবনতি হলে ফের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ৮ দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার আনিসুল হক।