। রফিকুল আলম : ফটিকছড়ি উপজেলা হতে ৪৩ তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত ৫ জনকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
১৯ ফেব্রুয়ারী উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সুপারিশপ্রাপ্ত ক্যাডার বিসিএস পুলিশ উপজেলার আবদুল্লাপুর ইুনিয়নের মুকুন্দ বিহারী বড়ুয়া মেয়ে পাপিয়া বড়ুয়া, সুপয়ারিশপ্রাপ্ত ক্যাডার: বিসিএস অডিট এন্ড একাউন্টস উপজেলার হারুলছড়ি ইউনিয়নের মো: আমিন শরীফের পুত্র বোরহান উদ্দীন, সুপারিশপ্রাপ্ত ক্যাডার: বিসিএস সাধারণ শিক্ষা উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল গ্রামের মু: আলতাপ হোসেন সিদ্দিকী’র মেয়ে সৈয়দা তানজিনা সিদ্দিকা,সুপারিপ্রাপ্ত ক্যাডার:বিসিএস সাধারণ শিক্ষা উপজেলার পাইন্দং ইউনিয়নের হাইদিচকিয়া গ্রামের জহুর মিয়া’র মেয়ে তাহামিনা আকতার ও সুপারিশপ্রাপ্ত ক্যাডার: বিসিএস সাধারণ শিক্ষা উপজেলার সমিতির হাট ইউনিয়নের ছাদেকনগর গ্রামের মোঃ লোকমান’র মেয়ে ফাহমিদা সাফরিনকে এ শুভেচ্ছা জানানো হয়।