রফিকুল আলম,ফটিকছড়ি :
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ডাইনজুরি বিলে বর্গাচাষি কৃষক হাসমত আলীর কেটে রাখা পাকা ধানের গাদায় (স্তুপ) দূর্বৃত্তরা আগুন দিয়েছে।এসময় দুপুরে পার্শ্ববর্তী ফারুখীয়া মাদ্রাসার ছাত্ররা দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে সব পুড়ে যায়।বুধবার ৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে নাজিরহাট ফারুখীয়া মাদ্রাসার উত্তর পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক হাসমত আলী জানান, বর্গা হিসেবে চাষ করা প্রায় ১২০ শতক (৩ কানি) জমির পাকা ধান আগুনে পুড়ে গেছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন,এটা অমানবিক কাজ। আমার এত বড় ধান গাদা পুড়িয়ে দিল, মানুষ হয়ে কেউ এমন কাজ করতে পারে ? এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন,এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। ধারণা করা হচ্ছে শত্রুতা বসত কেউ গাদায় আগুন ধরিয়ে দিয়েছে। একই স্থানে প্রায় ১২টি ধানের গাদা অক্ষত রয়েছে, এ থেকেই বোঝা যাচ্ছে ঘটনা ইচ্ছাকৃত।তিনি আরো বলেন,খবর পেয়ে অফিসের দুইজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে; তাদের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য,এর আগে উপজেলার ৩ টি এলাকায় ধান গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল,যার ফলে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।