রফিকুল আলম,ফটিকছড়ি :
বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হল ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর ‘হাজিরখীল অগ্রণী সংঘ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর।
যুব সমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে হাজিরখীল অগ্রণী সংঘের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শুক্রবার ৯ জানুয়ারী বিকেলে হাজিরখীল খেলার মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী ও ফটিকছড়ি প্রেসক্লাবের প্রবাসী সদস্য মো. আব্দুল মান্নান।
খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যবসায়ী ছরওয়ার উদ্দিন।
পল্লী চিকিৎসক সুজন কুমার শীলের সভাপতিত্ব ও আবু বকরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান বলেন, “সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে পাড়া-মহল্লায় এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। হাজিরখীল অগ্রণী সংঘের এই উদ্যোগ এলাকার তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বাড়াতে সাহায্য করবে।”
খেলার ট্রপি উন্মোচন করেন ফটিকছড়ি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক মুহাম্মদ নাছির উদ্দিন।
প্রধান আলোচক ছিলেন সমাজসেবক সেলিম মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন- দুবাই প্রবাসী ব্যবসায়ী নজরুল ইসলাম,মো. হাছান, প্রবাসী মোহাম্মদ জয়নাল আবেদীন, মোহাম্মদ ইব্রাহিম,মোহাম্মদ দুলাল প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গোপালঘাটা একাদশ বনাম সন্যাসীরহাট ফুটবল একাদশ।