রফিকুল আলম,ফটিকছড়ি।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন ব্যবসা ও বাণিজ্যিক কেন্দ্র হেঁয়াকো বাজারে অগ্নিকাণ্ডে দু'টি বসত ঘর ও ৪টি গোডাউন পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রন করতে গিয়ে উক্ত বাজার সমিতির সাধারণ সম্পাদক সাকিল চৌধুরী রনি সহ ৫ জন আহত হয়েছে।গত শনিবার ১০ অক্টোবর রাতে হেয়াঁকো বাজারের পুরাতন মাছ বাজারের পাশে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি(ভারপ্রাপ্ত) মো: আলমগীর জানান, রাত সারে ১১টায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ৬টি ঘরই ছিল আধাপাকা টিনশেড। এতে শেখ আহমদের দুটি ভাড়া ঘর ও মাছ ব্যবসায়ীদের ৪টি গুদামঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়।
তিনি আরো জানান, আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করতে গিয়ে বাজার সমিতির সাধারণ সম্পাদক সাকিল চৌধুরী রনি,মাঈন উদ্দিন,মো: রাশেদ,রোকন ও সাহাব উদ্দিন আহত হন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে পার্শ্ববর্তী রামগড় উপজেলা হতে ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন ঘটনাস্থলে আসার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।
রবিবার ১২ অক্টোবর হেয়াঁকো বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা আগুনে পুড়ে যাওয়া বসত ঘর ও গোডাউন এর ক্ষয়ক্ষতি দেখতে যান।