1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন

ফটিকছড়ি ছাত্রলীগের উদ্যোগে সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের স্মরণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ১৯০ Time View
Tasib Internet and crest house

রফিকুল আলম

বৈরী আবহাওয়া ও দিনভরের বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, ফটিকছড়ি থেকে নির্বাচিত দু’বারের সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের স্মরণ সভা সফল ভাবে সম্পন্ন করেছে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ। এ উপলক্ষে গত ৩১ অক্টোবর শনিবার ফটিকছড়ি সদর দলীয় কার্যালয়ের সামনে স্মরণসভার পূর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল এ সমাবেশে বক্তারা বলেন, রফিকুল আনোয়ার ছিলেন একজন নিবেদিত প্রাণ ত্যাগী নেতা। তিনি এ জনপদের নন্দিত জননেতা ছিলেন। সময়ের সাথে সাথে নিজেকে প্রতিনিয়ত নির্মাণ করে গেছেন রাজনীতির সংকটময় মুহুর্তে।

রাজনীতিকে তিনি সমাজ বদলের হাতিয়ার হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি জনগণকে অকৃত্রিম ভালবাসা ও সেবাদানের অনুপম আদর্শ হয়ে থাকবেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান রুপুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রফিকুল আনোয়ারের একমাত্র কন্যা ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আফতাব উদ্দীন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, ফটিকছড়ি পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুন্দরপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী, সহ-সভাপতি আবু তালেব চৌধুরী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবুল বশর, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতেয়ার সাঈদ ইরান, উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সাহেদুল আলম সাহেদ, যুগ্ম আহবায়ক মাইনুল করিম সাউকি, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদ গিয়াস উদ্দীন,

সাবেক সহ সম্পাদক মিনহাজ মাহমুদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাবরিনা চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সুরুজ, ফটিকছড়ি পৌর ছাত্রলীগের সভাপতি আবু শোয়াইব, সাধারণ সম্পাদক আফাজ উদ্দীন তুহিন, উপজেলা ছাত্রলীগ নেতা সাদেক আলী সিকদার শুভ, সাজ্জাদুল আলম, জয়নাল আবেদীন, জিকু চৌধুরী, সাইফু, রেজা, ববি, মহসীন, মির্জা হাসানুল করিম রুবেল, জেরিন, আব্দুল্লাহ আল আরিফ, রাকিব, রাব্বি, আকবর, এমদাদ, রিফাত, আনিস, শহীদসহ আরো বেশ কয়েকজন ছাত্রনেতা।

এদিকে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা মিছিল নিয়ে স্মরণ সভায় যোগদান করেন। স্মরণ সভায় সবচেয়ে বড় মিছিল নিয়ে উপস্থিত হন পৌরসভা ছাত্রলীগ। হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে স্মরণ সভাটি এক প্রকার জনসমুদ্রে পরিণত হয়ে যায়।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com