রফিকুল আলম,ফটিকছড়ি :
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে সোমবার ১৭ নভেম্বর উপজেলা সদরে মানববন্ধন ও মশাল মিছিল করেছে উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। মানববন্ধন শেষে মশাল মিছিলটি ফটিকছড়ি সদর থেকে নাজিরহাটের দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ৫/৬ কিলোমিটার প্রদক্ষিন করে।
মানববন্ধনে বক্তারা বলেন,২০১৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার আওয়ামী দোসরের হাতে রক্তাক্ত হয়েও মাঠ ছেড়ে যাননি। শরীলের রক্ত ঝড়িয়ে নেতা- কর্মীদের জন্য জীবনের মায়া ত্যাগ করতে বিন্দু মাত্র পিছিয়ে যায়নি সে পরীক্ষিত নেতাকে মনোনয়ন দিতে হবে।
বক্তরা আরো বলেন,তৃণমূলের কাছে তিনি গ্রহন যোগ্য ও জনপ্রিয় সাংগঠনিক দক্ষতায়। সাধারণ মানুষের পাশে থেকে দল ও এলাকার কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাই আমাদের একটাই দাবী বিএনপি হাই কমান্ডের কাছে আজিম উল্লাহ বাহারকে মনোনয়ন দেওয়া হোক।
মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম- সাধারণ সম্পাদক সরোয়ার মফিজ, উপজেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন,পৌর বিএনপি নেতা মো.এমরান, এড.লেয়াকত আলী,আব্দুল মাবুদ মুন্সী,নুরুল আবছার,মো:হাসান,জামাল উদ্দিন ও আরফানুল করিম সুমন প্রমূখ।
উল্লেখ্য গত ৭ নভেম্বর চট্টগ্রাম- খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিবিরহাট,নাজিরহাট ঝংকার ও হেয়াঁকো এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ,গত ১০ নভেম্বর বিকেলে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা বাজারে ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন, সমিতিরহাট ইউনিয়নে গত ১৪ নভেম্বর মানববন্ধন ও ১৬ নভেম্বর হেয়াঁকো বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।